ভোলার চরফ্যাশনে ঘূর্ণিঝড় সিত্রাং-এর তাণ্ডবে গাছ ও দেয়ালচাপায় দুইজনের মৃত্যু হয়েছে। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। চরফ্যাশন উপজেলার জাজিরাগঞ্জ ও দৌলতখান পৌরসভার ৫ নং ওয়ার্ডে পৃথক দুটি দুর্ঘটনা ঘটে। নিহত দু’জন হলেন,মনির হোসেন (৩৫) ও বিবি খাদিজা (৮০)। স্থানীয় সুত্র জানা গেছে , ঘূর্ণিঝড় চলাকালীন সময় বাড়ির পাশের রাস্তার ধারে দেয়াল ধসে পড়লে মনির (৩৫) নামের এক ব্যক্তি মৃত্যু হয়। অপর আরেকটি দূর্ঘটনায় ঘরের ওপর একটি গাছ ভেঙে পড়লে গুরুতর আহত হন বৃদ্ধা বিবি খাদিজা (৮০)। পরবর্তিতে তাকে দৌলতখান হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।