ঘুর্ণিঝড় সিত্রাং-এ ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ
ফকিরহাটে ঘূর্ণিঝড় সিত্রাং এর আঘাতে ক্ষতিগ্রস্ত ও গাছ উপড়ে ঘরবাড়ি বিধ্বস্ত পরিবারকে সহায়তায় করলেন ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। মঙ্গলবার (২৫ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এ সহায়তা প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
এদিকে ঘূণিঝড়ে ৭২টি বাড়ি-ঘর কম-বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। এরমধ্যে ১২টি কাঁচা ঘর ভেঙ্গে পড়েছে বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা।
সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্থ্য ফকিরহাট ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের মো. জুলফিকার মোড়ল ও শেখ মুজিবর রহমান বলেন, ঝড়ের কবলে পড়ে তার যে ক্ষতি হয়েছে তা পূরণ হওয়ার নয়। তবে তাৎক্ষণিক সহায়তা পেয়ে তিনি উপকৃত হয়েছেন। এজন্য তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যানকে ধন্যবাদ জানান।
ক্ষয়ক্ষতি সম্পর্কে উপজেলা বন কর্মকর্তা নির্মল কুমার দত্ত বলেন, সিত্রাং এর আঘাতে শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ উপড়ে পড়েছে। এছাড়াও বিভিন্ন গাছের ডাল ভেঙ্গে গেছে। #