গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কাশিয়ানী উপজেলায় করোনা পরিস্থিতি ভয়াবহ, নতুন আক্রান্ত ৫

ফারহান লাবিব, টৃুঙ্গিপাড়া প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কাশিয়ানী উপজেলায় করোনা পরিস্থিতি ভয়াবহ, নতুন আক্রান্ত ৫ টুঙ্গিপাড়া এবং কাশিয়ানীতে নতুন করে ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। আজ শনিবার গোপালপঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলা নতুন করে আরো ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ। আক্রান্ত ৪ জনের মধ্যে টুঙ্গিপাড়া গ্রামের ১ জন টুঙ্গিপাড়া কৃষি ব্যংকের কর্মকর্তা ১ জন, উপজেলার পাটগাতী গ্রামের ১ জন এবং পাকুড়তিয়া গ্রামের ১ জন আক্রান্ত হয়ছে বলে জানা যায়। অপর দিকে জেলার কাশিয়ানী সদর উপজেলায় আজ নতুন করে ১ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য বিভাগ। আক্রান্তদের মধ্যে রাজাপট গ্রামের ১ জন। কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.কাইয়ুম তালুকদার দৈনিক শতবর্ষের কাছে এ তথ্য নিশ্চিত করেন। উভয় উপজেলার আক্রান্ত ব্যক্তিদের গত ১১ জুলাই শনিবার নমুনা সংগ্রহ করা হয় এবং আজ ১২ জুলাই রবিবার সন্ধ্যায় তাদের সকলের রিপোর্টে করোনা পজিটিভ আসে । তবে এখনো পর্যন্ত তাদের কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়নি। টুঙ্গিপাড়ায় সদ্য সংক্রমিত ব্যক্তিদের কে কখোন চিকিৎসা আওতায় আনা হবে এ বিষয়ে জানতে চাইলে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা.জসিম উদ্দিন দৈনিক শতবর্ষের কাছে এ তথ্য নিশ্চিত করেন যে আগামীকাল (১৩ জুলাই ) সোমবার টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ এবং টুঙ্গিপাড়া উপজেলা পুলিশ প্রশাসন এর নেতৃত্বে এক দল পরিদর্শক আক্রান্ত ব্যক্তির বাড়িতে পরিদর্শনে যাবেন । যদি আক্রান্ত ব্যক্তির বাড়িতে সম্পূর্ণ স্বাস্থ্যব্যাধি মেনে পরিবারের অন্যান্য সদস্য থেকে দূরত্ব বজায় রেখে বাড়িতে থাকা সম্ভব হয় তাহলে তাকে তার নিজ বাড়িতে আইসলুশনে রাখা হবে আর সম্ভব না হলে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আইশলুসনে ট্রান্সফার করা হবে। এবং কাশিয়ানীতে আক্রান্ত ১ জনের চিকিৎসা ব্যবস্থা করা হচ্ছে বলে জানা যায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *