গোপালগঞ্জের কোটালীপাড়ায় আট বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা । অভিযুক্ত কে গ্রেফতার করেছে পুলিশ ।
ঘটনাটি ঘটেছে উপজেলার রামশীল গ্রামে । কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ জিল্লুর রহমান জানান গত ৯ মার্চ দিবাগত রাতে প্রতিবেশী আট বছর বয়সী এক শিশুকে তার নানীর কাছ থেকে বৈষ্ণনব সভার খাবার খেতে নিয়ে যাবার কথা বলে বিলের মধ্যে ধান ক্ষেতের পাশে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায় মৃতঃ বিজেন্দ্রনাথ হালদারের ছেলে ও চার সন্তানের জনক গনেশ হালদার ( ৫২) । এই ঘটনা কাউকে জানালে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেয় অভিযক্তি গনেশ হালদার । এব্যারে ঐ শিশুটির পিতা বাদী হয়ে কোটালীপাড়া থানায় নারী ও শিশু আইনে মামলা দায়ের করেন । পুলিশ গত কাল অভিযুক্ত গনেশ হালদার কে গ্রেফতার করে আজ সকালে গোপালগঞ্জ কোর্টে হাজতে পাঠিয়ে দেয় ।