গোপালগঞ্জে ৪১ জন করোনা রোগী সুস্থ

গোপালগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত ৪৪ জনের মধ্যে ৪১ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বৃহস্পতিবার (০৭ মে) জেলা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন বলেন, গত ১২ দিনে গোপালগঞ্জে নতুন করে দুইজন করোনা পজিটিভ শনাক্ত হয়। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৪৪ জন। এর মধ্যে ৪১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। অপর তিনজনের মধ্যে একজন ঢাকায়, একজন বাড়িতে ও আরেকজন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। এদের অবস্থা ভালো। তারাও সুস্থ হয়ে যাবেন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলার পাঁচ উপজেলায় মোট ৪৪ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। এর মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় নয়জন, মুকসুদপুর উপজেলায় এক চিকিৎসক ও ১৭ পুলিশ সদস্যসহ ১৮ জন, টুঙ্গিপাড়ায় ১০ জন, কোটালীপাড়ায় নার্সসহ দুইজন ও কাশিয়ানী উপজেলায় পাঁচজন। এ পর্যন্ত জেলায় এক হাজার ১৩০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়।

গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) শাহিদা সুলতানা বলেন, করোনা সংক্রমণ রোধে ১৪ এপ্রিল রাত ১০টা থেকে জেলা লকডাউন করা হয়। সামাজিক দূরত্ব নিশ্চিতে উন্মুক্ত স্থানে বাজার সরিয়ে নেয়া হয়। এছাড়া করোনা মোকাবিলায় জেলা, উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে। এজন্য অনেকটা ভালো সুফল পাওয়া গেছে। এখানে করোনা পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা যাচ্ছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *