গোপালগঞ্জে ১২ দিনে ৬০ জন ডেঙ্গু আক্রান্ত, দেড়মাসে ১৩০

গোপালগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা।ডেঙ্গু রোগীদের জন্য সদর হাসপাতাল সহ প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে খোলা হয়েছে ডেঙ্গু ওয়ার্ড।চলতি মাসের ১২ দিনে ৬০ জন সহ গত দেড় মাসে মোট ১৩০জন রোগী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে এসব ওয়ার্ডে। তবে এখন পযর্ন্ত জেলায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া যায়নি।

গোপালগঞ্জে সিভিল সার্জন অফিস সূত্রে জানাগেছে, গোপালগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত ১৩০ জন রোগীর মধ্যে জুন মাসে ৭০ জন এবং জুলাই মাসের ১২ তারিখ পযর্ন্ত ৬০ জন রোগী ডেঙ্গুতে আক্রন্ত হয়েছেন। বর্তমানে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৯ জনসহ জেলার ৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে মোট ১৩ রোগী চিকিৎসা নিচ্ছেন।

ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে খোলা হয়েছে ডেঙ্গু ওয়ার্ড। আরও জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত অধিকাংশ রোগী রাজধানী ঢাকা থেকে আক্রান্ত হচ্ছেন । পরে গোপালগঞ্জ এসে জ্বর হলে পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হচ্ছে।

ডেঙ্গু সংক্রমনরোধে বাসা-বাড়ীর টব, কৌটা, ফ্রিজ, ডাবের খোসা, এসিসহ কোথাও যেন পানি না জমে থাকে সে বিষয়ে খেয়াল রাখার জন্য পরামর্শ দেয়া হচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে । এছাড়া জ্বর হলে সাধারন না ভেবে পরীক্ষা করা এবং দিনে ও রাতে মশারি টাঙ্গিয়ে ঘুমানোর জন্যও পরামর্শ দেয়া হচ্ছে। এবিষয়ে জেলা সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বলেন,সারা দেশের মত গোপালগঞ্জেও ডেঙ্গু পরিস্থিতি ভালো নয়।

আমাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ডেঙ্গু সংক্রমণ রোধে সাধারণ মানুষকে সচেতন করার জন্য নানা ভাবে প্রচারণা চালাচ্ছি। এছাড়া যে যার যার আঙিনা পরিস্কার রাখার আহবান জানিয়েছি। যদি এই মুহূর্তে যদি কারো জ্বর হয় তাহলে অবহেলা না করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তারা যেন ডেঙ্গু পরিক্ষাটা করে। এছাড়া আমাদের ডেঙ্গু ওয়ার্ডে পর্যাপ্ত সিট রয়েছে সেখানে তারা চিকিৎসা নিতে পারে। ডেঙ্গু হলে কেউ যেন অবহেলা না তার নিকটস্থ চিকিৎসকের পরামর্শ টা নেয় সে জন্য আমরা সকল কে আহবান জানাচ্ছি।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *