গোপালগঞ্জে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান ও নবাগত নির্বাহী প্রকৌশলীকে বরণ

গোপালগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কে, এম, হাসানুজ্জামান -এর বদলিজনিত বিদায় সংবর্ধনা ও  নবাগত নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদুল আলমকে বরণ করে নিলেন গোপালগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সোমবার (১০ মার্চ) দুপুরে গোপালগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) গোপালগঞ্জ বিভাগ।

গোপালগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সদ্য বিদায়ী নির্বাহী প্রকৌশলী কে, এম, হাসানুজ্জামান গোপালগঞ্জে নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদানের পর থেকেই সততা ও নিষ্ঠার সাথে সরকারি দায়িত্ব পালন করে চলেছেন। সরকারি চাকুরির নীতিমালা অনুসারে তাকে গোপালগঞ্জ থেকে মাদারীপুর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী পদে বদলি করা হয়। এদিকে মাদারীপুর জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্বরত নির্বাহী প্রকৌশলীকে গোপালগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী পদে যোগদানের আদেশ দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ফুল ও ক্রেস্ট দিয়ে সদ্য বদলি জনিত বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে বিদায় সংবর্ধনা প্রদান করেন এবং নবাগত নির্বাহী প্রকৌশলীকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন।

এ সময় গোপালগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ ইব্রাহীম খলিল ফারুকী, সহকারী প্রকৌশলী মোঃ এনামুল হক, উপ-সহকারী প্রকৌশলী সজল কর্মকার, অনিমেষ বাড়ৈ, মোঃ কামরান হোসেন বাবু, সোহাগ হোসেন, কোষাধ্যক্ষ মোঃ মজিবুর রহমান, অফিস সহকারী মোঃ মমিনুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *