গোপালগঞ্জে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

গোপালগঞ্জে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে স্থানীয় পৌর পার্কে গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ইলিয়াছুর রহমান।

গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের শিক্ষিকা প্রতিমা হীরা তমা ও শাহনাজ এ্যানির যৌথ সঞ্চালনায়, অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক, জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম-সেবা, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, বশেমুরবিপ্রবি’র ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের চেয়ারম্যান মোঃ রোকনুজ্জামান প্রমুখ।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু ইউসুফ মোঃ রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ উসমান গনি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেন, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান, গোপালগঞ্জ জেলা সওজ’র নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদ হোসেন, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দীপক চন্দ্র তালুকদার, জেলা পাসপোর্ট ও ইমিগ্রেশন অফিসের সহকারী পরিচালক মোঃ আফজাল হোসেন, জেলা পরিসংখ্যান ব্যুরো অধিদপ্তরের উপ-পচিালক মোঃ রেজাউল করিম, জেলা ভোক্তা অধিকার কর্মকর্তা মোঃ শামীম হাসান, সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান নিরুন্নাহার বেগম সহ অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এর আগে আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ সকলে মহান মুক্তিযুদ্ধে আত্মবিসর্জনকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *