গোপালগঞ্জে স্ত্রী সন্তানকে কুপিয়ে নিজে আত্মহত্যা করলেন স্বামী

 গোপালগঞ্জে স্ত্রী সন্তানকে কুপিয়ে নিজে আত্মহত্যা করেন মনির মোল্লা নামের এক ব্যক্তি । আজ 13 সেপ্টেম্বর সোমবার গোপালগঞ্জের সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী পারিবারিক কলহের জের ধরে মনির মোল্লা তার স্ত্রী তানজিলা(39) ও ছেলে ইমদাদুল(23) কে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তিনি ( মনির মোল্লা ) নিজের গলায় ধারালো অস্ত্র দিয়ে নিজেই আত্মহত্যা করে। অপরদিকে স্ত্রী তানজিলা ও ছেলে ইমদাদুল কে আশঙ্কা জনক অবস্থায় গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ঠ সদর হাসপাতালে আনা হয়। কিন্তু তাদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাদের খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। চাঞ্চল্যকর এ ঘটনায় এলাক জুড়ে বইছে সমালোচনার ঝড়।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *