গোপালগঞ্জে মাইক্রোবাসের চাকা পাংচার হয়ে বাসের সাথে ধাক্কা, নিহত-১ আহত ৩

গোপালগঞ্জ সদরের কাজুলিয়া এলাকায় লোকাল বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মুসকান নামে ১৪ মাসের এক শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসে থাকা আরও এক শিশুসহ ৩ জন।

বুধবার (৯ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ কোটালীপাড়া সড়কের কাজুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, মাইক্রোবাসের চালক গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পশ্চিম রাতইল গ্রামের কাওছার আলী শেখের ছেলে তুহিন শেখ (৩৫) ও শরিফুল ইসলাম জীবনের স্ত্রী বর্ণা ও তার চার বছর বয়সী ছেলে মাহিন। নিহত মুসকান আহত বর্ণার ছোট মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিচুর রহমান ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন লিডার আরিফুল হক।

পুলিশ ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে মাইক্রোবাসে করে ফিরছিলেন আহত বর্ণা ও তার দুই শিশু সন্তান। পথিমধ্যে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের কাজুলিয়া এলাকায় পৌঁছালে মাইক্রোবাসের চাকা পাংচার হয়ে বিপরীত দিক থেকে আসা কোটালীপাড়া পয়সারহাটগামী একটি লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন মাইক্রোবাসে থাকা শিশু মুসকান। এসময় আহত হন মাইক্রোবাসের চালকসহ নিহত মুসকানের মা বর্ণা ও ভাই মাহিন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *