গোপালগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে ২৮ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ
গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ২৮ জনকে গ্রেপ্তার করেছে গোপালগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন থানা। গতকাল থেকে আজ সকাল পর্যন্ত এসব অভিযান পরিচালিত হয়।
পুলিশের অভিযানে গোপালগঞ্জ থানা এলাকা থেকে দশ (১০) জন, কোটালীপাড়া থানা এলাকা থেকে সাত (০৭) জন, টুঙ্গিপাড়া থানা এলাকা থেকে চার (০৪) জন, কাশিয়ানী থানা এলাকা থেকে চার (০৪) জন এবং মুকসুদপুর থানা এলাকা থেকে তিন (০৩) জনকে গ্রেপ্তার করা হয়।
এদের মধ্যে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য, অস্ত্র মামলার আসামী সহ গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামী একুশ (২১) জন। রাতভর গোপালগঞ্জ জেলা পুলিশের এই বিশেষ অভিযানে হত্যা মামলার আসামী সহ জুয়ার সাথে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে। গোপালগঞ্জ জেলা পুলিশের এই বিশেষ অভিযান অব্যহত থাকবে বলে গণমাধ্যমকে জানান গোপালগঞ্জ জেলার চৌকস পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম।