গোপালগঞ্জে বিজিবি সদস্য হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড

গোপালগঞ্জে বিজিবি সদস্য হিরু মিয়া হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড প্রদান ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন। গতকাল দুপুর ১টায় হিরু মিয়া হত্যা মামলায় আবু শামস্ ওরফে শামসুল হক, রওশন, লিয়াকত ও রাজা ফকিরকে ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন বিচারক। এই মামলায় আরো ১৪ জন আসামীকে বেকসুর খালাস দেওয়া হয়। মামলার বিবরণে জানা যায়, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা কোড়ামারী গ্রামে ২০০৫ সালের বিজিবি সদস্য হিরু মিয়া ছুটি কাটাতে বাড়িতে আসে। ২৫ ফেব্রæয়ারি বাড়ির পাশের মসজিদ থেকে যাওয়ার পথে কোড়ামারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে সেখানে ওঁত পেতে থাকা আসামীরা হিরু মিয়অকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে। পূর্ব শত্রæতা ও জমিজমা বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। এ ঘটনায় ২৬ ফেব্রæয়ারি হিরু মিয়ার স্ত্রী জোনাকী বেগম বাদী হয়ে কাশিয়ানী থানায় ২০ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানী শেষে ১৭ বছর পর হত্যা মামলার আসামী কাশিয়ানী উপজেলার কোড়ামারী গ্রামের মৃত মতি শেখের ছেলে আবু শামস্ ওরফে শামসুল হক, মকবুল ফকিরের ছেলে রাজা ফকির, ইসমাইল শেখের ছেলে লিয়াকত শেখ, ছালেক শেখের ছেলে রওশন শেখকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন বিজ্ঞ আদালতের বিচারক। এ মামলায় অপর ১৪ আসামী চুন্নু ফকির, গিয়াস উদ্দিন, সিদ্দিক শেখ, হিরোজ শেখ, সেলিম, হাফিজুর রহমান হবি, শেখ শাহ আলম ফকির, নিজাম ফকির, গোলাম রসুল, বাদশা মিয়া, সায়েদ আলী শেখ, মাহমুদ ফকির, সালাউদ্দিন শেখকে খালাস দেওয়া হয় বলে জানান অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. মাহবুবুর রহমান



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *