গোপালগঞ্জে বাসের চাকায় পিষ্ট হয়ে মারা গেলেন শংকর বসু নামের এক লোক
গোপালগঞ্জের থেকে ছেড়ে আসা ব্যাসপুর গামী লোকাল বাস(আনন্দ – বগুড়া ব-৭৭৯৫ গাড়িটি কাশিয়ানীর বসুপাড়া মোরে আজ বিকাল তিনটা ৫৭ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনাকবলিত স্থানের একটু পিছনে যখন বাস তখন শংকর বসু সাইকেল চালানোর অবস্থায় তার বাড়ি থেকে বের হয়ে বসুপাড়া মোর ক্রছ হয়ে রাস্তা পার হচ্ছিল এমতাবস্থায় বাসটি রং সাইডে ঢুকে এ দুর্ঘটনাটি ঘটে. এ সময় পাশে অবস্থিত সিসি ক্যামেরার ফুটেজ থেকে সরাসরি ভিডিও থেকে এই তথ্য সংগৃহীত