গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদ্যাপন

গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদ্যাপন করা হয়েছে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা আওয়ামীলীগের আয়োজনে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা শেষে কেক কাটা হয়।

এরপর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য বিধি মেনে এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ মোহাম্মদ রুহুল আমিন, এ্যাড. চৌধুরী খসরুল আলম, সদস্য শেখ মোত্তাহিদুর রহমান শিরু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র কাজী লিয়াকত আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, জেলা যুবলীগ সভাপতি জিএম সাহাবুদ্দিন আজম, জেলা ছাত্রলীগ সভাপতি নিউটন মোল্লা, সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম. নজরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাড. জুলকদর রহমান, গোবরা ইউপি চেয়ারম্যান সফিকিুর রহমান চৌধুরী টুটুল, উলপুর ইউপি চেয়ারম্যান কামরুল হাসান বাবুল, দুর্গাপুর ইউপি চেয়ারম্যাননাজিব আহমেদ সহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, যতো ষড়যন্ত্র হোক না কেন জাতির জনকের কন্যা তার পিতার আদর্শ ও বাংলার মানুসের উন্নয়ন অগ্রগতিতে পিছপা হবে না। অনেকবার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে। মহান আল্লাহ তাকে দেশ ও মানুষের সেবায় বাঁচিয়ে রেখেছেন। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে শেখ হাসিনার নেতৃত্বে দেশ আর কখনো পিছিয়ে যাবে না। আমরা উন্নত আধুনিক আর মানবিক রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে থাকবো ইনশাল্লাহ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *