গোপালগঞ্জে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা’র জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় মহিলা সংস্থার খাবার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী, মহিয়সি নারী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মমতাময়ী মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে গোপালগঞ্জে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী শিশুদের মাঝে খাবার ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এ লক্ষ্যে রোববার (৮ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ জেলা মহিলা সংস্থা’র কার্যালয়ে সংস্থার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নাসিমা আক্তার রুবেল নিজে উপস্থিত থেকে মহিলা অঙ্গন প্রতিবন্ধী স্কুলের ৫০ জন শিক্ষার্থীর মাঝে দুপুরের খাবার ও করোনা (কোভিড-১৯) মোকাবেলায় মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করেন। স্বাস্থ্যবিধি মেনে এ সময় গোপালগঞ্জ মহিলা সংস্থার অন্যান্য সদস্য, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জেলা মহিলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ ও প্রতিবন্ধী শিশুদের অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় নাসিমা আক্তার রুবেল করোনা মোকাবেলায় সকলকে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং জরুরী প্রয়োজনে ঘরের বাহিরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে অনুরোধ জানান।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *