গোপালগঞ্জে পিস্তলসহ ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব–৬

 

 

গোপালগঞ্জের কাশিয়ানিতে ০১টি বিদেশী পিস্তল, ০৪ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের ৫ সদস্যকে ডাকাতির সময় হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

গত ১৮ অক্টোবর ২০২৩ ইং তারিখ র‌্যাব-৬ (ভাটিয়াপাড়া ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন ভাটিয়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের লক্ষ্যে ডিউটি করাকালীন রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন পোনা বাসস্ট্যান্ড এলাকায় কতিপয় ব্যক্তি ডাকাতি করার উদ্দেশ্যে প্রস্তুতি সহ সমবেত হচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন পোনা বাসস্ট্যান্ড এর পূর্ব পার্শ্বে সাজাইল ইউনিয়নগামী শাখা রোডে পৌঁছামাত্র র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আসামী ১। মোঃ রাকিবুল ইসলাম (৩৫) পিতা- মৃত: ফজলেআর শেখ, সাং-জঙ্গল মুকুন্দপুর, ২। ফয়সাল শেখ (২৮), পিতা- ফিরোজ শেখ, সাং- খায়ের হাট, ৩। মহসিন খান (২৯), পিতাঃ লুৎফর রহমান খান, সাং-বরাশুর, ৪। মোঃ শফিক শেখ (২৬), পিতাঃ মোঃ বাসু শেখ, সাং-জঙ্গল মুকুন্দপুর, ৫। নবীন খান (২৩), পিতাঃ রিপন খান, সাং-বরাশুর, সর্ব ইউনিয়নঃ কাশিয়ানি, থানা- কাশিয়ানী, জেলা- গোপালগঞ্জদের ধৃত করেন এবং তাদেরকে তল্লাশি করে ০১ টি বিদেশী পিস্তল ,০১ টি ম্যাগাজিনে ০৪ (চার) রাউন্ড গুলি, ০১ টি সুইচ গিয়ার এবং ০৭টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করে জব্দ করেন। ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা ডাকাতি করার উদ্দেশ্যে প্রস্তুতি সহ সমবেত হওয়ার কথা স্বীকার করে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামীদেরকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় হস্তান্তর করতঃ মামলা করা হয়েছে।

র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *