গোপালগঞ্জে পাল্টাপাল্টি হামলা ভাংচুর লুটপাট


গোপালগঞ্জের কোটালীপাড়ায় পাল্টাপাল্টি হামলা ভাংচুর লুটপাটের ঘটনা ঘটেছে। গত শনিবার (২২ মে) সন্ধ্যায় উপজেলার বর্ষাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সরজমিনে জানা যায়, গত শুক্রবার রাতে আসাদ সিকদার নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে এলাকার একদল দুর্বৃত্ত। এরই জের ধরে শনিবার সন্ধ্যায় অতর্কিত হামলা চালিয়ে মামুন সিকদার, সেকেন্দার আলী মোল্লা, আঃ ওহাব সিকদার, জাহাঙ্গীর মোল্লার ঘরসহ ১২/১৪টি ঘর দরজা আসবাবপত্র ভাংচুর করে প্রতিপক্ষ।
এ সময় নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয় হামলাকারীরা। কেয়া মনি ও লিপি বেগম বলেন- হামলাকারীরা ২৫/৩০জন দেশীয় অস্ত্রস্বস্ত্র সহ সংঘবদ্ধ ভাবে হামলা চালিয়ে ভাংচুর লুটপাট করে। ফারজানা খানম জানান- ভাংচুর করে নগদ ৫০ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার লুটে নেয় হামলাকারীরা। মামুন সিকদার ফোনে সাংবাদিকদের জানান- পূর্বশত্রæতার যের ধরে বদিউজ্জামান বিশ্বাসের নেতৃত্বে আলীল বাহিনী হামলা চালিয়ে ভাংচুরের ঘটনা ঘটিয়েছে, আমি এ ঘটনার তদন্তপূর্বক বিচারের দাবী জানাই।
বদ্দিউজ্জমান বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- মামুন সিকদারের লোকজন প্রথমে আমার লোকজনকে ধাওয়া করে, পরে আমার লোকজন ভাংচুরের ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে ইব্রাহিম মোল্লা বাদী হয়ে ২৩জনকে বিবাদী করে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে, মামলার আইনী প্রক্রিয়া চলছে।