গোপালগঞ্জে পারস্পরিক শিখন কর্মসূচি প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্প শীর্ষক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

গোপালগঞ্জে উপজেলা পর্যায়ে পারস্পরিক শিখন কর্মসূচি (এইচএলপি) প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্প শীর্ষক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) সকালে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট’র (এনআইএলজি) আয়োজনে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশন (এসডিজি) -এর সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় উপজেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পারস্পরিক শিখন প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) মোঃ বোরহান উদ্দিন ভূঞা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ শফিকুল ইসলাম।কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ স্থানীয় সরকার-এর উপ-পরিচালক (ডিডিএলজি) আরিফুল ইসলাম। 
এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জোবায়ের রহমান রাশেদ, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলাম, মোঃ দেদারুল ইসলাম, সাজিয়া শাহনাজ তমা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন সাহা, প্রকল্পের উপ- প্রকল্প পরিচালক মনিকা মিত্র, সহকারি প্রকল্প পরিচালক মোঃ ইমরানুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম, মোঃ ফয়সাল আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মিরান হোসেন মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুলতানা জাহিদ পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রী ময়ী বাগচী, উপজেলা রিসোর্স টিমের (ইউআরটি) সদস্যবৃন্দ, প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, এনজিও সহ গণমাধ্যমকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। 
পরবর্তীতে প্রকল্পের উদ্দেশ্য, কর্মপরিধি এবং বিস্তারিত কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনার মাধ্যমে কর্মশালাটি সমাপ্ত হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *