গোপালগঞ্জে পদ্মা বহুমুখী সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে জেলা পুলিশের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা
“আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু”।।
এ প্রতিপাদ্যে আজ শনিবার (২৫ জুন) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শুভ উদ্বোধন করেন।
২৫ জুন পদ্মা বহুমুখী সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে সকল শ্রেণি-পেশার মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহনে জেলা পুলিশ লাইন্সের মাঠে রং-বেরঙের বেলুন উড়িয়ে এবং পরে বর্ণাঢ্য এক আনন্দ শোভাযাত্রা বেরিয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম।
এ সময় গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, মো.খায়রুল আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.শাহীনুল চৌধুরী, সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।