গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত দুই পুলিশ কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পুলিশ সুপার আল- বেলী আফিফা
গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ লুৎফুল কবির চন্দন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) কাজী মাহবুবুল আলম অতি সম্প্রতি পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় বুধবার (৮ নভেম্বর) সকালে তাদের দু’ জনকেই পৃথক পৃথকভাবে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ মোহাইমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও গোপালগঞ্জ সদর থানার পক্ষ থেকে পদোন্নতিপ্রাপ্ত দুই পুলিশ কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান।