গোপালগঞ্জে নিখোঁজের দুই দিন পর সেনা বাহিনীর সার্জেন্ট (অবঃ) কে উদ্ধার

গোপালগঞ্জে নিখোঁজের দুই দিন পর বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক সদস্যকে গোপালগঞ্জ টেকেরহাট সড়কের জলিড়পাড় রাস্তার পূর্বপাশ থেকে হাত বা বাঁধা অবস্থায় জীবিত উদ্ধার করেন তার পরিবারের লোকজন। মুকসুদপুর উপজেলার ননীক্ষীর গ্রামের মাসুদ মিনা সেনা বাহিনীর অবসর প্রাপ্ত সার্জেট গত ১৫ নভেম্বর রবিবার সকালে জমি সংক্রান্ত বিরোধ মেটানোর জন্য বাড়ী থেকে জলিড়পাড় বাজারে যান। এরপর সে আর বাড়ী ফিরে আসেনি। দুইদিন পর মঙ্গলবার সকালে টেকেরহাট সড়কের জলিড়পাড় রাস্তার পূর্বপাশে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারিরা পরিবারের লোকজনদের খবর দিলে তাকে জীবিত উদ্ধার করে নিকটস্থ মাদারীপুরের রাজৈর হাসপাতালে চিকিৎসা করানো হয়। সার্জেট (অবঃ) মাসুদ মিনা অভিযোগ করে বলেন, আমার পূর্বপাশে গ্রামের শুভাস বালার সাথে ৫৬ শতক জমির মালিকানা নিয়ে বিরোধ ছিলো। ওই জমির বিরোধ মেটানোর জন্য তারা আমাকে জলিলপাড় বাজারে আসতে বলে। পড়ে তাড়া আমাকে কৌশলে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে দুইদিন খুব মারপিট করে, পড়ে আমার হাত-পা বেঁধে জলিড়পাড় ফেলে যায়। এই বিষয়ে মাসুদ মিনার স্ত্রী সাবিনা বেগম গত মঙ্গলবার মুকসুদপুর থানায় একটি সাধারন ডায়েরি করেন। সাধারণ ডায়েরি নং -৯৫২, তারিখ ১৬/১১/২০২০ ইং মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু বকর মিয়া বলেন, যেহেতু উভয় পক্ষের মধ্যে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ চলমান রয়েছে সেহেতু সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *