গোপালগঞ্জে জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে “মুজিবের কাছে চিঠি” নামের বিশেষ প্রতিযোগিতা শুরু হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা এবং বর্তমান প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত করতে জ্ঞানের আলো পাঠাগারের এই আয়োজন।

👉👉👉 অংশগ্রহণের যোগ্যতা:

দেশের যে কোন প্রাইমারি-হাইস্কুল অথবা মাদ্রাসার প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা “মুজিবের কাছে চিঠি লেখা” প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

👉👉 প্রতিযোগীদের জন্য নিয়ম-কানুন:

চিঠি লিখতে হবে কাগজ-কলমে এবং অবশ্যই এক পৃষ্ঠার মধ্যে। টাইপ করা বা কম্পোজ করা চিঠি গ্রহণযোগ্য নয়।

একটির বেশি চিঠি পাঠানো যাবে না। তাই পাঠানো সেই একটি চিঠিই যেন দারুণ হয় সেটি মনে রাখতে হবে।
নিজের মাথা খাটিয়ে প্রতিযোগীদের চিঠি লিখতে হবে। ইন্টারনেট থেকে বা কারো থেকে কপি করাও যাবেনা।
চিঠির শুরুতে প্রিয় বঙ্গবন্ধু এবং চিঠির শেষে প্রতিযোগীর নাম, বয়স, গ্রাম, ইউনিয়ন, স্কুলের নাম, তুমি কোন শ্রেণির শিক্ষার্থী বিষয়টি উল্লেখ করতে হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে চিঠিটি লিখতে হবে।

শুভেচ্ছা জানানো ছাড়াও চিঠির মধ্যে যেসব বিষয় লেখা যেতে পারেঃ

ক) বাংলাদেশের জন্য বঙ্গবন্ধুর অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁর প্রতি কৃতজ্ঞতা ও ভালবাসা জানাতে পারো।

খ) বঙ্গবন্ধু সম্পর্কে তুমি কী কী জানো‌।

গ) বঙ্গবন্ধুকে তুমি কেন এতো পছন্দ করো ঘ) বঙ্গবন্ধুর আদর্শে বড় হয়ে দেশের জন্য তুমি কী করতে চাও সেটাও লিখতে পারো।

শুধুমাত্র বাংলা ভাষায় চিঠি লেখা যাবে। হাতের লেখা অবশ্যই স্পষ্ট হতে হবে।

👉👉👉 আগামী ১৫ জানুয়ারি ২০২৩ এর মধ্যে চিঠি লিখে
নিচের ঠিকানায় পৌঁছে দিতে হবে।
চিঠি পাঠানোর ঠিকানা

“মুজিবের কাছে চিঠি” প্রতিযোগিতা
জ্ঞানের আলো

গ্রামঃ তারাশী
পোঃ ও থানাঃ কোটালীপাড়া
জেলাঃ গোপালগঞ্জ

বাছাই করা সেরা ১০০টি চিঠি দিয়ে একটি স্মরণিকা প্রকাশ করা হবে।
সেরা ১০ জন লেখকদের জন্য থাকবে দারুণ পুরস্কার।

আগামী ১৭ মার্চ ২০২৩ বর্ণাঢ্য আয়োজনে “মুজিবের কাছে চিঠি” শিরোনামে স্মরণিকা প্রকাশ করা হবে এবং সেরা ১০ জনকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার।

তো শিক্ষার্থী বন্ধুরা সবাই রেডি তো।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *