গোপালগঞ্জে চিকিৎসকের ওপর হামলায় জড়িত আসামিকে গ্রেপ্তারের দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন পালন


গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে ১০ শয্যা বিশিষ্ট পল্লী স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক চিকিৎসক ডাঃ সাজ্জাদ হোসেনের ওপর গত ১৮ নভেম্বর সন্ত্রাসী হামলার আসামি নাজিম খন্দকারকে গ্রেপ্তারের দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন পালন করা হয়েছে। গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্মরত সকল চিকিৎসক এ কর্মবিরতি পালন করেন। এ সময় দূর-দূরান্ত থেকে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তাঁর স্বজনেরা কাঙ্খিত চিকিৎসা সেবা না পেয়ে চরম ভোগান্তিতে পড়েন বলে দেখা যায়। সোমবার সকালে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্মরত চিকিৎসক ও শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের ইন্টার্নি ডাক্তাররা জেনারেল হাসপাতালের সামনের সড়কে সমবেত হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় আসামিকে দ্রুত গ্রেপ্তার ও নিরাপদ কর্মস্থলের দাবিতে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ অসিত কুমার মল্লিক, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ খান গোলাম মোস্তফা, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ডাঃ মইন উদ্দিন, সাধারন সম্পাদক ডাঃ হুমায়ুন কবীর, সহকারী অধ্যাপক (শিশু বিভাগ) ডাঃ আব্দুল্লাহ আল মাহামুদ, ডাঃ আহমেদুল কবির সহ বিভিন্ন বিভাগের চিকিৎসকেরা।