গোপালগঞ্জে গ্লোবাল টেলিভিশনের শুভ যাত্রা উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত


৩৮ তম স্যাটেলাইট চ্যানেল হিসেবে গ্লোবাল টেলিভিশনের শুভ যাত্রা উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা, কেক কাটার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধা ভবনের ক্যাফে ৭১ এ এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় গ্লোবাল টেলিভিশনের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি আবু নাইম শাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – কোটালীপাড়া বিআরডিবি চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বুলবুল তাজ, যুব ও ক্রীয়া বিষয়ক সম্পাদক সুমন হোসেন বাচ্চু । এছাড়া আরো উপস্থিত ছিলেন – কোটালীপাড়া সেচ্ছাসেবক লীগ নেতা বাবলু হাজরা, গাজী খসরু আহমেদ, যুবলীগ নেতা ফজলুর রহমান দিপু, বুলবুল আহম্মেদ হাজরা, ক্যাফে ৭১ এর পরিচালক পলাশ সরদার, কোটালীপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিষ্ণু চন্দ্র ওঝা, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মৃধা, ইনকিলাব পত্রিকার কোটালীপাড়া প্রতিনিধি মোঃ কামরুর হাসান সহ আরো অনেকে। অতিথিরা গ্লোবাল টেলিভিশনের এই শুভ যাত্রার উত্তর উত্তর মঙ্গল কামনা করেন।