গোপালগঞ্জে গাঁজা সহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ


গোপালগঞ্জে গাঁজা সমেত এক নারী মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। ধৃত আসামীর নাম সালমা খানম (২৫)। সে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের দূর্গাপুর পশ্চিম পাড়া (তেঁতুলিয়া) গ্রামের রাজ্জাক শেখের কন্যা।
গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা’র দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার এসআই মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গত ২৩/০১/২০২১ ইং তারিখে জেলা শহরের কুয়াডাঙ্গা মুন্সীপাড়া এলাকার ৩৫৩/১ সাকিনস্হ জাহিদুর রহমান সিদ্দিকী’র দোতলা বাড়ির ছাদে ভাড়াটিয়া সালমা খানমের নিকট থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক তাকে গ্রেপ্তার করে।
সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে পুলিশ জানায়। এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানায় ধৃত সালমা খানমের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা রুজু হয়েছে, মামলা নং -৩২, তারিখ ২৩/০১/২০২১ ইং। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক) ধারায় মামলা দায়ের করে ধৃত আসামীকে গোপালগঞ্জ বিচারিক আদালতে প্রেরণ করা হলে আদালতের বিজ্ঞ বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শরীফুর রহমান শুনানি শেষে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।