গোপালগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে -২০২০ উপলক্ষে আলোচনা সভা

 “মুজিববর্ষের মূলমন্ত্র – কমিউনিটি পুলিশিং সর্বত্র” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় গোপালগঞ্জেও কমিউনিটি পুলিশিং ডে -২০২০ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় পুলিশ লাইন্সের ডিল সেটে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান পিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শাহিদা সুলতানা। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম (বার) এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ. লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি খোন্দকার এহিয়া খালেদ।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে মুকসুদপুর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও পৌর মেয়র এড. আলহাজ্ব আতিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাহিদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, কাশিয়ানী উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শেখ আব্দুল ওয়াদুদ, গোপালগঞ্জ কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব জাহেদ মাহমুদ বাপ্পি, থানা কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক আলী নাঈম খান জিমি, গোপালগঞ্জ পৌর কাউন্সিলর সাইয়েদা আক্তার, জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গণ, বীর মুক্তিযোদ্ধাগণ, জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কমিউনিটি পুলিশিং কার্যক্রমের ওপর অবদান রাখায় বেশ কয়েক জনকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *