গোপালগঞ্জে কঠোর লকডাউনের দ্বিতীয় দিন, প্রশাসনের কঠোর অবস্থান
সরকার ঘোষিত ৭দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই গোপালগঞ্জের প্রধান বাজার সহ ও বিভিন্ন হাট-বাজারে দোকানপাট বন্ধ রয়েছে, জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া লোকের সংখ্যাও কম। উপযুক্ত কারণ ছাড়া কেউ বাইরে বের হলে ফিরিয়ে দেয়া হচ্ছে বাইরে বের হওয়া ব্যক্তিদের। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে রয়েছে গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসন, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট,পুলিশ, সেনাবাহীনিসহ অন্যান্য বাহিনীর সদস্যরা লকডাউন বাস্তবায়ন করতে মাঠে রয়েছেন।