বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর নবনিযুক্ত সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন গত বুধবার (১ ডিসেম্বর) টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে যাওয়ার পথে গোপালগঞ্জ এলজিইডি কার্যালয়ে স্বল্প সময়ের যাত্রাবিরতি করেন।
এসময় রাসিক মেয়রকে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আব্দুর রহমান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক ফুল দিয়ে অভিনন্দন জানান। পরে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক তার যোগদানের পর পুরাতন এলজিইডি ভবনকে নবরূপে সুসজ্জিত করেন তা রাসিক মেয়রকে ঘুরিয়ে দেখান। ভবনের নান্দনিক সৌন্দর্যের দৃশ্যপট দেখে মেয়র নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হকের ভূয়সি প্রশংসা করেন।
এ সময় এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী সরদার একরামুল কবির, গোপালগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম, মুকসুদপুর উপজেলা প্রকৌশলী সজল দত্ত, কাশিয়ানী উপজেলা প্রকৌশলী মো. হাবিবুর রহমান, কোটালীপাড়া উপজেলা প্রকৌশলী দেবাশীষ বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা প্রকৌশলী মো. ফয়সাল আহমেদ সহ এলজিইডি’র অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।