গোপালগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা সম্মাননা পদক-২০২১ পেলেন উলপুর ইউপি চেয়ারম্যান মোঃ কামরুল হাসান

dainikshatabarsa

সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য আবারো সম্মানিত হলেন গোপালগঞ্জের এক বীর মুক্তিযোদ্ধার কৃতি সন্তান ও সদর উপজেলার ১২নং উলপুর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান মোঃ কামরুল হাসান (বাবুল)। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির উদ্যোগে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ মিলনায়তন পরিষদে এক অনাড়ম্বর অনুষ্ঠানে চেয়ারম্যান মোঃ কামরুল হাসান (বাবুল) কে “আন্তর্জাতিক মাতৃভাষা সম্মাননা পদক-২০২১” ও সম্মাননা স্মারক প্রদান করেন ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক সিকদার।

এছাড়াও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ)-এর আয়োজনে বিইউপিএফ স্বর্ণ পদক-২০১৯ ও সম্মাননা স্মারক, করোনা মহামারীতে জনসচেতনতায় ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় অগ্রগামী মিডিয়া ভিশন -এর আয়োজনে “শেরে বাংলা স্মৃতি পদক-২০২০” ও সম্মাননা স্মারক, সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড রিভিউ সোসাইটির আয়োজনে “শেরে বাংলা গোল্ড মেডেল-২০২১”ও সম্মাননা স্মারক অর্জন করেছেন তিনি।

আন্তর্জাতিক মাতৃভাষা সম্মাননা পদক-২০২১ প্রাপ্তির পর তিনি গতকাল শনিবার বিকালে গোপালগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম মহোদয়ের বনানীর বাড়িতে গিয়ে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া ও দিকনির্দেশনা নেন চেয়ারম্যান মোঃ কামরুল হাসান (বাবুল)। এদিকে জনপ্রতিনিধি হিসেবে তিনি নিজ এলাকায় চলমান উন্নয়ন কর্মকাণ্ড ছাড়াও সামাজিক এবং ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে ভূয়সি প্রশংসা অর্জন করেছেন। গণমাধ্যমকে চেয়ারম্যান মোঃ কামরুল হাসান বাবুল জানান, আমি ফেসবুকে বিশ্বাসী নই, সেবক হিসেবে জনগণের দোরগোড়ায় অতীতেও যেভাবে সেবা পৌঁছে দিয়েছি ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *