গোপালগঞ্জ সদর উপজেলার ৭নং উরফি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মনির গাজীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও নির্বাচনী শোভাযাত্রা
আসন্ন গোপালগঞ্জ সদর উপজেলার ৭নং উরফি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে যেন উৎসব বইছে। তফসিল ঘোষণা হওয়ার আগে থেকেই সম্ভাব্য প্রার্থীরা ছড়াচ্ছেন ভোটের আমেজ। উৎসবের রঙ ছড়িয়ে পড়েছে গ্রাম থেকে গ্রামে। সম্ভাব্য প্রার্থী ও ভোটাররা সকলেই খুশি ভোট নিয়ে এমন উৎসবে। আবার অন্য দিকে চলছে হিন্দুধর্মাবল্বীদের ধর্মীয় প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা -২০২১। সব মিলিয়ে ৭নং উরফি ইউনিয়ন চলছে খুশির মাতম।
বুধবার (১৪ অক্টোবর) বিকালে শারদীয় দুর্গাপূজার নবমীতে সদর উপজেলার ৭নং উরফি ইউনিয়নে শারদীয় দুর্গাপূজার বিভিন্ন পূজামন্ডপ স্থানীয় নেতৃবৃন্দ ও যুবসমাজ সহ পরিদর্শন করেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক চেয়ারম্যান এবং আসন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মনির গাজী। পূজামন্ডপ পরিদর্শনকালে মোঃ মনির গাজী বলেন, ৭নং উরফি ইউনিয়নের সকল মানুষের মধ্যে একটি আনন্দঘন সম্প্রীতি রয়েছে।
শারদীয় দুর্গাপূজার মধ্যদিয়ে সকলের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশকে অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নেবে। তিনি বলেন, শারদীয় দুর্গাপূজায় মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ও আয়োজকবৃন্দের প্রস্তুতির মধ্য দিয়ে পূজার আনন্দ সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক। সরকারের পক্ষ থেকে দেশের প্রতিটি মন্ডপের নিরাপত্তা নিশ্চিতের সব রকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কোন পূজা মন্ডপে কেউ যেন বিশৃঙ্খলা না করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। পূজা মন্ডপ পরিদর্শনকালে বিভিন্ন মন্দিরে উপহার স্বরূপ নগদ অর্থ প্রদান করেন তিনি।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে ৭নং উরফি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. হাই, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ মোল্লা, সিনিয়র সহ-সভাপতি সেলিম গাজী, বিশিষ্ট সমাজসেবক ও ব্যাবসায়ি ও মানিকহার হাজী খোরশেদ আলম সপ্তপল্লি স্কুলের সভাপতি গাজী কবির হোসেন,উরফি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা অনিল চন্দ্র কর, তারা পদ দাস, প্রাক্তন শিক্ষক জামিনী রঞ্জন দাস, প্রাক্তন শিকক ও বিশিষ্ট সমাজসেবক ওমর আলী বিশ্বাস সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মোঃ মনির গাজী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোপালগঞ্জ সদর উপজেলার ৭নং উরফি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী। পূজামন্ডপ পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, শারদীয় দুর্গাপূজার মধ্য দিয়ে সকলের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশকে অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে এবং গোপালগঞ্জ-২ আসনের বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম ভাইয়ের সার্বিক সহযোগিতায় এলাকার উন্নয়ন কর্মকান্ডে সেবক হিসেবে অংশ নিয়ে আপনাদের পাশে থাকতে চাই। যার প্রেক্ষিতে আমি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মনির গাজী একটি উন্নত সমৃদ্ধ ও আধুনিক ইউনিয়ন গড়ে তুলতে চাই। তাই আপনাদের দোয়া ও আশির্বাদ আমার একান্ত কাম্য।