গোপালগঞ্জ বিচার বিভাগের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (২৬ মার্চ) বিকালে গোপালগঞ্জ বিচার বিভাগের আয়োজনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মেলন কক্ষে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবিরের অনবদ্য সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন, বেঞ্চ সহকারী স্বপন কুমার ওঝা, জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল হান্নান, পাবলিক প্রসিকিউটর সুভাষ চন্দ্র জয়ধর, সরকারি কৌঁসুলি (জিপি) দেলোয়ার হোসেন সরদার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম জুলকদর রহমান, সভাপতি সুনীল কুমার দাশ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস, বিজ্ঞ সিনিয়র সহকারী জজ মো. মেহেদী হাসান, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ মামুন, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মো. ইউসুফ হোসেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্বাস উদ্দিন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাহাদাত হোসেন ভূঁইয়া, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) আলমাচ হোসেন মৃধা।

আলোচনা সভায় বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে হয়তো আমরা আজও স্বাধীনতা পেতাম না। হর-হামেশা শোষণ, নিপীড়ন, লাঞ্ছনা- বঞ্চনার শিকার হতে হতো আমাদের। বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা স্বাধীন মানচিত্র তথা লাল সবুজের পতাকা সহ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। বঙ্গবন্ধুর এ ঋণ জাতি কোনদিনও শোধ করতে পারবে না। তাই যে যেই অবস্থানে রয়েছি আমরা, সেখান থেকে বঙ্গবন্ধুর নীতি ও আদর্শে উজ্জীবিত হয়ে তার দেখে যাওয়া স্বপ্নের সোনার বাংলা গড়ে তাঁর ঋণ পরিশোধ করা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।

এছাড়াও আলোচনা সভায় বঙ্গবন্ধুর বাল্যকাল ও যৌবনকাল নিয়ে বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনাবলীর স্মৃতিচারণ করেন বক্তারা। প্রায় ৪ ঘণ্টাব্যাপী চলমান এ সেমিনারে গোপালগঞ্জ জেলা জজশীপ ও ম্যাজিস্ট্রেসী’র অন্যান্য বিচারকগণ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ২৬ মার্চ ভোরে গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আলমাচ হোসেন মৃধা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্বাস উদ্দিন গোপালগঞ্জ বিচার বিভাগের সকলকে নিয়ে সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন।

এরপর তারা সকলে পায়ে হেঁটে গিয়ে শহরের শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন ’৭১-এর শহীদ স্মৃতি স্তম্ভের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *