গোপালগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে আ’লীগের মনোনয়ন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন পৌর মেয়র কাজী লিয়াকত আলী

গোপালগঞ্জে মেয়র পদে আ’লীগের মনোনয়ন পেতে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন পৌর মেয়র কাজী লিয়াকত আলী। গতকাল শনিবার সকালে গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যালয়ে পৌর মেয়র তার জীবনবৃত্তান্ত জমা দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানের হাতে। এ সময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিকদার নুর মোহাম্মদ দুলু, জেলা আওয়ামীলীগ নেতা রাজিউর রহমান রাজু, বিশিষ্ট ঠিকাদার এ্যাড. এস.এম. মুনির হিটলার, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, পৌর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলী নাঈম খান জিমি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আসন্ন গোপালগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার জন্য দলীয় মনোনয়ন পেতে তিনি এই জীবনবৃত্তান্ত জমা দেন। কাজী লিয়াকত আলী গোপালগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আলহাজ্ব কাজী সৈয়দ আলীর ছেলে। তার ভাই বাংলাদেশ আওয়ামীলীগ নেতা ও গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী জিন্নাত আলী। কাজী লিয়াকত আলী বর্তমান গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি পদে নিয়োজিত রয়েছেন। এর আগে তিনি যুবলীগ, কৃষকলীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। কাজী লিয়াকত আলী লিখিত জীবনবৃত্তান্তে উল্লেখ করেন, বর্তমান সরকারের আমলে গত ছয় গোপালগঞ্জ পৌরসভায় ব্যাপক উন্নয়ন হয়েছে। এরই ধারাবাহিকতা অব্যাহত রাখতে দলীয় মনোনয়ন প্রত্যাশা করেন তিনি।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *