গাজায় বর্বর হামলা ও বাংলাদেশে অগ্নিদগ্ধ হয়ে নিহতদের স্মরণে পিরোজপুরে প্রদীপ প্রজ্বলন
মো শহিদুল ইসলাম গাজায় ইসরায়েলের বর্বর হামলা এবং সম্প্রতি বাংলাদেশে রাজনীতির নামে অগ্নিদগ্ধ হয়ে নিহতদের স্মরণে পিরোজপুরে প্রদীপ প্রজ্বলন করেছে সাংস্কৃতিক কর্মীরা। মঙ্গলবার (২১নভেম্বর) সন্ধ্যায় শহরের টাউনক্লাব স্বাধীনতা মঞ্চে সম্মিলিত সাংস্কৃতিক জোট পিরোজপুর জেলা শাখার আয়োজনে এ প্রদীপ প্রজ্বলন করা হয়। জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক খালিদ আবুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে গাজায় ইসরায়েলের বর্বর হামলা এবং সম্প্রতি বাংলাদেশে রাজনীতির নামে অগ্নিদগ্ধ হয়ে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, খেলাঘর জেলা কমিটির সাধারণ সম্পাদক এড দেবাশীষ গুহ, উদীচী জেলা কমিটির সহ-সভাপতি তাপস ভট্টাচার্য, সাধারণ সম্পাদক সত্যজিৎ দাস, ইমরান হোসেন, আশিষ ডাকুয়াসহ জেলা উদীচীর সদস্য এবং সাংস্কৃতিক কর্মীবৃন্দ।