গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১ বছরের সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার


গোবিন্দগঞ্জ থানার এএসআই মাসুদ এর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে এসসি মামলা নং ১০৫/১৯ এর এক বছরের সাজাপ্রাপ্ত আসামী মন্জু সরকার(৩৫) পিতা মান্নান সরকার সাং ধর্মপুর থানা গোবিন্দগঞ্জ জেলা গাইবান্ধা কে বুনাতলা হতে গ্রেফতার করে। থানাসূত্রে জানা যায় সে দীর্ঘ দিন হতে পলাতক থাকায় এতদিন গ্রেফতার করা সম্ভব হয়নি।