গফরগাঁওয়ে গোসল করতে গিয়ে নিখোঁজ প্রতিবন্ধী তরুণের পরে মিলল লাশ
গফরগাঁওয়ে গোসল করতে গিয়ে নিখোঁজ প্রতিবন্ধী তরুণনের পরে মিলল লাশ।গঠনাটী ঘটেছে ময়মনসিংহের গফরগাঁওয়ে গোসল করার সময় পানিতে তলিয়ে নিখোঁজ রাসেল (১৮) নামে এক প্রতিবন্ধী তরুণের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
আজ বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের রেলওয়ে স্টেশন পুকুরে এ ঘটনা ঘটে। শারীরিক ও মানসিক প্রতিবন্ধী রাসেল পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে এবং তিনি গফরগাঁও স্টেশন এলাকায় ভিক্ষা করতেন। উপজেলা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে প্রতিবন্ধী রাসেল পুকুরে গোসল করার সময় হঠাৎ পানিতে তলিয়ে নিখোঁজ হন।
স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে বেলা আড়াইটার দিকে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় একঘণ্টা চেষ্টার পর লাশ উদ্ধার করে গফরগাঁও থানা পুলিশের কাছে সোপর্দ করে। উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রামপ্রসাদ পাল বলেন, আমরা খবর পেয়ে প্রায় একঘণ্টা চেষ্টা করে লাশ উদ্ধার করে গফরগাঁও থানা পুলিশের কাছে সোপর্দ করেছি। সেখানে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। থানা পুলিশ এব্যপারে জানায় পরিবারের সিদ্ধান্তনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।