খুলনা বিভাগের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক  নির্বাচিত হলেন প্রভাষক শ্যামল সাহা

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ কারিগরি বিভাগে খুলনা বিভাগের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন বাগেরহাটের ফকিরহাট শেখ হাসিনা কারিগরি মহাবিদ্যালয়ের প্রভাষক (আইসিটি৪ই এর বাগেরহাট জেলা অ্যাম্বাসেডর) শ্যামল কুমার সাহা। তার এই সাফল্য অর্জনের জন্য কলেজের ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দসহ শিক্ষক-কর্মচারী ও ছাত্র- ছাত্রীবৃন্দ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন।
তিনি তার এই অজর্নের জন্য অত্র কলেজের অধ্যক্ষ নীহার কান্তি ফৌজদার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সহ প্রত্যক্ষভাবে অনুপ্রেরণা ও সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতার কথা উল্লেখ করেন। এছাড়াও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ফকিরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মো. আছাদুজ্জামান সহ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ বিচারকার্যের সাথে সংশ্লিষ্ট বিচারকমন্ডলীকে।
উল্লেখ্য, প্রভাষক ম্যামল কুমার সাহা জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ এ উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কারিগরি) নির্বাচিত হয়েছিলেন। তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ উপজেলা ও জেলা পর্যায়ের পর খুলনা বিভাগের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কারিগরি) নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ে নির্বাচিত হওয়ার জন্য আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া তিনি ফকিরহাট কন্ঠসর শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির সাধারণ সম্পাদকসহ  বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের সাথে জড়িত রয়েছেন। এছাড়াও
করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের অনলাইন পাঠদানের অসামান অবদানের স্বীকৃতি স্বরূপ শিক্ষারআলো ডট কম এবং শিক্ষকের কলাম কর্তৃক করোনা যোদ্ধা শিক্ষক সম্মাননা-২০২১ এ ভূষিত হন।অন্যদিকে, প্রভাষক শ্যামল কুমার সাহার একমাত্র কন্যা অনন্যা সাহা জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শ্রেষ্ঠত্ব অর্জন করেন


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *