খুলনা জেলা ডিবি পুলিশের অভিযানে রূপসা থানাধীন এলাকা হতে ২০পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১জন গ্রেফতার

 খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুব হাসান মহোদয়ের দিক-নির্দেশনায় জনাব এহতেশামুল হক (ডি.এস.বি) খুলনা এর সার্বক্ষণিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, খুলনার ইনচার্জ জনাব মোঃ মহিদুল ইসলাম এর নেতৃত্বে (এস.আই) ইন্দ্রজিৎ মল্লিক সংগীয় অফিসার এবং ফোর্সসহ রূপসা থানা এলাকায় মাদক উদ্ধারসহ বিবিধ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে গত ০২/০৫/২০২১ খ্রিঃ তারিখ রাত্র ২০.৪৫ ঘটিকার সময় মামলার ঘটনাস্থল রূপসা থানাধীন জাবুসা গ্রামস্থ রূপসা খানজাহান আলী সেতু টোল প্লাজার দক্ষিনে জণৈক আলী আজমের চায়ের দোকানের সামনে থেকে আসামি ১।

সাইফুল ইসলাম মিলন(২৯), পিতা- মৃত আফসার সরদার, মাতা- সালেহা বেগম, সাং-কুশোডাঙ্গা, থানা-কয়রা, জেলা-খুলনা, বর্তমান সাং- বিল জাবুসা (হোসেন এর বাড়ীর ভাড়াটিয়া বিল জাবুসা হরিগোশ খালপাড়া), থানা-রূপসা, জেলা-খুলনা কে ধৃত পূর্বক তার হেফাজত হতে খবরের কাগজের ভিতর ছেড়া নিল রংয়ের পলিথিন দ্বারা মোড়ানো ২০(বিশ)পিচ হালকা কমলা রংয়ের কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক ০২/০৫/২০২১ খ্রিঃ তারিখ রাত্র ২১.১৫ ঘটিকার সময় জব্দতালিকা মূলে জব্দ করেন। এই ঘটনায় উপরোক্ত আসামির বিরুদ্ধে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক বাদী হয়ে রূপসা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। যাহার মামলা নং-০৩(০৫)২০২১।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *