কোরবানির ঈদকে কেন্দ্র করে বাজারে বেড়েছে সব ধরনের মসলার দাম

 কোরবানির ঈদকে কেন্দ্র করে বাজারে বেড়েছে সব ধরনের মসলার দাম। নিত্য প্রযোজনীয় মসলার মধ্যে অন্যতম আদা যা বর্তমানে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভারত থেকে পেঁয়াজ আমদানীর পর ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। এতে ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা।

তবে ব্রয়লার মুরগির দাম কেজিতে ২০ টাকা কমে ২০০ টাকা হয়েছে। এছাড়া ভোজ্য তেলের লিটারে কমেছে ১০ টাকা। আর মাত্র দুই সাপ্তাহ পর কোরবানির ঈদ। এরই মধ্যে বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ সব ধরনের মশলার দাম। গরম মশলা এলাচি’র কেজি ২৬শ’ থেকে ৩ হাজার ২শ’ টাকা।

লবঙ্গ ২ হাজার টাকা, জিরা ৯০০ টাকা, আদা সাড়ে ৩শ’ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দাম না কমায় বেশি মূল্যে বিক্রি করছেন তারা। এদিকে, ভারত থেকে আমদানির পর স্বাভাবিক হচ্ছে না পেঁয়াজের বাজার।চাল ও আটার দাম অপরিবর্তিত রয়েছে।

মাছের দাম বাড়লেও বয়লার মুরগির কেজি প্রতি কমেছে ২০ টাকা। আর ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। কাঁচা বাজারে সবজির দাম কিছুটা কমলেও আলু বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১১০ টাকায়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিংয়ের পাশাপাশি অভিযান পরিচালনার দাবি জানান সাধারণ ক্রেতারা।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *