কোভিড-১৯ মোকাবেলায় বিশেষ অবদান রাখায় বিইউপিএফ’র স্বর্ণপদক পেলেন গোবরা ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী

Dainik Shatabarsa

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উপলক্ষে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম -এর আয়োজনে “বাংলা ভাষা–বাংলাদেশ ও বঙ্গবন্ধু” শীর্ষক এক আলোচনা সভা এবং কোভিড-১৯ মোকাবেলায় বিশেষ অবদানের জন্য ইউপি চেয়ারম্যান/ সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে রাজধানীর ফার্স হোটেলে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) -এর সভাপতি এস. এ. এম. জাকারিয়া আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এমপি।

বিইউপিএফ -এর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ভূইয়া রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য এড. সাইফুজ্জামান, চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আলী আজগর টগর, এশিয়ান টিভি ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান, সিআইপি আলহাজ্ব হারুন অর রশীদ, মাই টিভির চেয়ারম্যান ও মহা ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অণু জীববিজ্ঞানী অধ্যাপক ড.ফিরোজ আহমেদ, ডেমোক্রেসি ওয়াচের নির্বাহী পরিচালক ও বিইউপিএফ -এর উপদেষ্টা ওয়াজেদ ফিরোজ।

পরে আলোচনা সভা শেষে কোভিড-১৯ মোকাবেলায় ও যোগ্য সমাজ সেবক হিসাবে গোপালগঞ্জ সদর উপজেলার ২০ নং গোবরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সফিকুর রহমান চৌধুরী (টুটুল) কে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) -এর সৌজন্যে সম্মাননা স্মারক ও স্বর্ণপদক প্রদান করা হয়। কোভিড-১৯ মোকাবেলায় এবং যোগ্য সমাজসেবক হিসেবে সমাজের ভূমিকা রাখায় গোপালগঞ্জ ছাড়াও দেশের অন্যান্য জেলার ইউপি চেয়ারম্যান/ সদস্যদের মাঝে সম্মাননা স্মারক ও স্বর্ণ পদক বিতরণ করা হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *