কোটালীপাড়ায় ৭শত বীর মুক্তিযোদ্ধা পেল প্রধানমন্ত্রীর শীতবস্ত্র উপহার

 মহান বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ৭শত বীর মুক্তিযোদ্ধারে মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার উপজেলার শিল্পকলা একাডেমি চত্ত্বরে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার এসব শীতবস্ত্র বীর মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেন। উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস,পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ বক্তব্য রাখেন। এ সময় আরো উপস্থিত ছিলেন – সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, উপজেলা সহকারি কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম,ওসি মোঃ জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এস এম হুমায়ুন কবির, যুগ্ন সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুজ্জামান খানঁ মিলন, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর হোসেন খানঁ,সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন খাঁন,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমন হোসেন বাচ্চু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান বিজন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান রাফেজা বেগম, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব লুৎফর রহমান শেখ, সরদার হাজি আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ,তৈয়াবুর রহমান সরদার, এলজিইডির প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিদ্দিক নুর আলম, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমজাদ হোসেন, পল্লি উন্নয়ন অফিসার আবু তাহের হেলাল, সিনিয়র মৎস্য অফিসার মোঃ ইমরুল কায়েস,সমবায় অফিসার মোঃ জাকারিয়া, সিনিয়র কৃষি অফিসার নিটুল রায়, যুব উন্নয়ন অফিসার প্রশান্ত বাড়ৈ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিক্ষক হাবিবুর রহমান মুকুল, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত,শহীদ মুক্তিযোদ্ধাদের প্রজন্ম, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন । এছাড়াও মহান এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে টানা তিনদিনের কর্মসূচী পালন করেন উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *