কোটালীপাড়ায় হত দরিদ্রদের কর্মসংস্হানের লক্ষ্যে বিভিন্ন ধরণের প্যাকেট তৈরি বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন


গোপালগঞ্জের কোটালীপাড়ায হত দরিদ্রদের কর্মসংস্হানের লক্ষ্যে বিভিন্ন ধরণের প্যাকেট তৈরি বিষয়ক ৫ দিন ব্যাপী প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। স্হানীয় সরকার বিভাগের আওতায়, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ( ইউজিডিপি) এর সহায়তায় আজ মঙ্গলবার উপজেলা পরিষদ লাল শাপলা হলরুমে পাঁচ দিন ব্যাপী এ প্রশিক্ষনের আয়োজন করেন উপজেলা পরিষদ।
উপজেলা সমাজসেবা অফিসার রাকিবুল হাসান শুভ ‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ। উন্নয়ন প্রকল্প ইউজিডিপির ইউডিএফ ইমতিয়াজুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের বেঞ্চ সহকারি মোঃ আজাদুর রহমান,প্রশিক্ষক লাবনী মন্ডল উপস্থিত ছিলেন। ২৫ জন করে বেকার যুবক- যুবতীকে ৫ দিন পর্যন্ত এ প্রশিক্ষন প্রদান করা হবে।
প্রধান অতিথি বলেন সরকারের দারিদ্র্য বিমোচন কার্যক্রমের অংশিদার হতে চাকুরির পিছে না ঘুরে নিজে উদ্যোক্তা হয়ে আরো অনেকের চাকুরির সুযোগ সৃস্টিতে ভুমিকা রাখতে হবে।