কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত আহত ৫ জন

 স্টাফ রিপোটার গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় অংকন বিশ্বাস নামে এক পথচারী নিহত হয়েছে । এ সময় আহত হয় আরো ৫ জন। নিহত অংকন বিশ্বাস তারাশী গ্রামের পল্লব বিশ্বাসের ছেলে। আজ বুধবার ( ১২ অক্টোবর) সকালে গোপালগঞ্জ –

পয়সারহাট সড়কের কোটালীপাড়া উপজেলার তারাশী নামক স্থানে বাস নিয়ন্ত্রণ হারিয়ে এ দূর্ঘটনা ঘটে। কোটালীপাড়া থানার এস আই মনোজ কুমার সরকার বলেন- আজ সকালে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা পয়সারহাটগামী ওসমান নামে একটি লোকাল যাত্রীবাহী বাস –

কোটালীপাড়া উপজেলার তারাশী নামক স্থানে পৌছলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পৌরসভার নেমপ্যালেটে ধাক্কা লেগে বাসটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনা স্থলে অংকন বিশ্বাস নামে এক পথচারী নিহত হয় এবং আহত হয় অন্তত ৫ জন ।

আহতদের উদ্ধার করে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহতরা হলেন- তারাশী গ্রামের পবিত্র সাহার ছেলে শান্ত সাহা (১২), শাওন সাহা (১৭) আলাউদ্দিন কাজী (৫৫), লিটু তালুকদার সহ পাচজন হয়েছে। ১২.১০.২২ ইং



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *