কোটালীপাড়ায় সুইস গেট ভেঙ্গে মালবাহী ট্রাক আটকা পরায় সড়কে সব ধরণের চলাচল বন্ধ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় লোহার পাতের সুইসগেট ভেঙ্গে মালবাহী ট্রাক আটকা পরায় সব ধরণের চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছে সড়কে চলাচলকারি যানবাহন ও কয়েকটি এলাকার ব্যাবসায়ীরা। রবিবার কোটালীপাড়া উপজেলার পয়সারহাট-রামশীল সড়কের রামশীল বাজারের উত্তর পাশের সুইসগেটে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায় সকাল সাড়ে দশটার দিকে ঢাকা থেকে আসা পয়সারহাটগামী মালবাহী একটি ট্রাক রামশীল বাজারের উত্তর পাশের লোহার পাতের সুইসগেটে উঠতেই গেটের পাত ভেঙে গিয়ে পিছনের চাকা খাদে পড়ে যায়। এতে ট্রাকটি দুর্ঘটনার কবলে পরে আটকা পরে গেলে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন পয়সারহাট ডাসার ও কোটালীপাড়ার সড়ক চলাচলকারিরা পথচারীরা।
জানাগেছে ,সুইসগেটটি দীর্ঘদিনের পুরানো গেট হওয়ায় ট্রাকটি গেটের উপর উঠতেই ভেঙে যায়। সেখানে ট্রাকটি আটকে থাকায় যান চলাচলতো দূরের কথা পায়ে হেঁটে পার হওয়া যাচ্ছে না। এতে চরম ভোগান্তিতে পড়েছেন কয়েকটি উপজেলার মানুষ। দ্রুত ট্রাকটি সরিয়ে সম্পূর্ণ মেরামত করার দাবী জানিয়েছেন এলাকাবাসী ।