কোটালীপাড়ায় সদ্য ঘোষিত কৃষকলীগ কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন


গোপালগঞ্জের কোটালীপাড়ায় সদ্য ঘোষিত বাংলাদেশ কৃষক লীগের উপজেলা কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামীলীগের এক অংশ । আজ বুধবার সকাল ১০ টায় কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে ঐ সংবাদ সমে¥লনে লিখিত বক্তব্য পাঠ করেন কৃষক লীগের কোটালীপাড়া উপজেলা শাখার আহবায়ক অরুন চন্দ্র মল্লিক ।
এ সময় তিনি অভিযোগ করেন চলতি মাসের ৪ তারিখে রাতের আধারে কৃষক লীগের যে কমিটি করা হয় সেই কমিটিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোমা মেরে হত্যা চেষ্টার মূল আসামী মুফতি আব্দুল হান্নানের আপন খালাতো ভাই মুন্সি মাহফুজ হাসানত কামরুল কে সভাপতি এবং তার বড় ভাই বি এ পি নেতা মুন্সি সরাফত সহ জামাত বি এন পির লোকদের কে নিয়ে কৃষক লীগের কমিটি করা হয়েছে । তাই ঐ কমিটি অবিলম্বে বাতিল করার আহব্বান জানান ,তা নাহলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক এস এম হুমায়ুন কবির ,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, রাফেজা বেগম, নুরে আলম হাজরা, টুটুল শেখ, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি বাবুল হাজরা, উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান মুন সহ আওয়ামীলীগ ,যুবলীগ,ছাত্রলীগ ও কৃষকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।