কোটালীপাড়ায় শাহাদাৎ হত্যা মামলায় নিরপরাধীদের হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এস এম শাহাদাৎ হোসেন শেখ এর হত্যাকান্ডে অজ্ঞাতনামা আসামী দেখিয়ে মিজানুর রহমান ফরাজী ও নুর ইসলাম শেখ সহ এলাকাবাসীকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।

আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকাল ৪টায় এলাকাবাসীর আয়োজনে উপজেলার সোনাটিয়া চৌরঙ্গী বাজারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা ও এলাকাবাসীরা বলেন, মিজানুর রহমান ও নুর ইসলাম শেখকে শাহাদাত হোসেন হত্যা মামলায় অজ্ঞাতনামা আসামি দেখিয়ে পুলিশ অহেতুক গ্রেফতার করেছে।

আমরা তাদের নিঃশর্ত মুক্তি চাই। সেই সাথে এলাকাবাসীকে অযথা পুলিশি হয়রানি না করে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হত্যা কান্ডে যারা জড়িত, তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এ সময় আব্দুল বারেক শাহ, যুবলীগ নেতা শাহ সোহেল, আঃ হালিম শাহ, আব্দুর রব খান, নজরুল তালুকদার, ইনকাম মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Seen by Press Saifur District Correspondent at 5:37 PM


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *