কোটালীপাড়ায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ 

Dainik Shatabarsa
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্ত্বরে  ১১জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে ১১টি হুইল চেয়ার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব হুইল চেয়ার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, কোটালীপাড়া উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার অরুণ চন্দ্র ঢালী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার বিদ্যারতন বিশ্বাস।
উপজেলা শিক্ষা অফিসার অরুণ চন্দ্র ঢালী বলেন, আমরা উপজেলার ১১টি বিদ্যালয়ের ১১জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে ১১টি হুইল চেয়ার বিতরণ করলাম। আগামীতে অন্য বিদ্যালয়গুলোতে যদি প্রতিবন্ধী শিক্ষার্থীরা ভর্তি হয় তাহলে আমরা তাদেরকেও সরকারি ভাবে হুইল চেয়ারের ব্যবস্থা করবো।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *