কোটালীপাড়ায় দুধ খাওয়ানো কর্মসূচি পালিত


গোপালগঞ্জের কোটালীপাড়ায় “প্রতিদিন এক গ্লাস দুগ্ধ পান করি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব দুগ্ধ দিবস ২০২১ উপলক্ষে দুধ খাওয়ানো কর্মসূচি পালিত হয়েছে । ১ জুন দুপুরে উপজেলার কমলকুড়ি বিদ্যানিকেতন হল রুম সততা মিলনায়তনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় ১নং বাগান উত্তরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১০০ জন কমলমতি শিক্ষার্থীর মাঝে এক প্যাকেট করে তরল দুধ বিতরণ করা হয়। প্রানী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প ( এলডিডিপি) প্রাণী সম্পদ অধিদপ্তর বাংলাদেশ এর সহযোগীতায় জেলা প্রাণী সম্পদ দপ্তর গোপালগঞ্জ উক্ত কর্মসূচি বাস্তবায়ন করে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আজিজ আল মামুনের সভাপতিত্বে উক্ত অনূষ্ঠানে প্রধান অতিথী ছিলেন – জেলা প্রশাসক গোপালগঞ্জ শাহিদা সুলতানা । বিশেষ অতিথী ছিলেন – অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ইলিয়াসুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার কোটালীপাড়া এস এম মাহফুজুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন –- উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পলাশ কুমার দাস, সমাজ সেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম শুভ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরুন চন্দ্র ঢালী, কমলকুড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন তালুকদার প্রমূখ।