“বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোটালীপাড়া উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কোটালীপাড়া পৌর মেয়র হাজী কামাল হোসেন শেখ এর সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, সমবায় অফিসার জাকারিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রানী সরকার প্রমূখ বক্তব্য রাখেন।