কোটালীপাড়ায় কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

ছাত্রলীগ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অসহায় কৃষকের জমির ধান কেটে দিয়েছে কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগ। বুধবার বেলা ১০ টায় চিত্রাপাড়া গ্রামের কৃষক বদিউজ্জামান সহ আরো অন্য অসহায় কৃষকদের জমির ধান কেটে মাথায় করে বাড়ি পৌঁছে দেয়া হয়।

কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক জানান, লকডাউনের তৃতীয় মেয়াদে শ্রমিক ও অর্থ সংকটের কারণে জমির পাকা ধান কাটতে পারছিলেন না চিত্রপাড়া গ্রামের কৃষক বদিউজ্জামান সহ অন্য কৃষকরা। খবর পেয়ে বুধবার বেলা ১১টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা আমার নেতৃত্বে সেখানে যান। দলের প্রায় ২০-৩০ জন নেতাকর্মী ওই তিন কৃষকের জমির ধান কেটে দেন।

কোটালিপাড়া ছাত্রলীগ নেতাকর্মীরা পাকা ধান কেটে দেয়ায় কৃষক বদিউজ্জামান সহ কৃষকরা অনেকটাই আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা বলেন, ধান কাটার উপযুক্ত হলেও লকডাউনে শ্রমিক সংকটে ক্ষতির মুখে ছিলাম। আমার এ অসহায়ত্বের কথা শুনে কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক ভাই দলের নেতাকর্মী সাথে নিয়ে ক্ষেতের ধান কেটে দেন।

উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আরো বলেন, করোনার এই দুর্যোগকালীন প্রধানমন্ত্রী কৃষকদের পাশে দাঁড়ানোর যে নির্দেশনা দিয়েছেন তার বাস্তবায়ন ঘটাতেই আজ কৃষক বদিউজ্জামান সহ অন্য কৃষকদের ধান কেটে বাড়িতে পৌঁছে দেই। কৃষকের ধান কেটে দেয়ার ছাত্রলীগের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন আমতলী ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম রাজিব, উপজেলা অর্থ বিষয়ক সম্পাদক ইকবাল হাসান খান, উপজেলা ছাত্রলীগ উপ দপ্তর সম্পাদক সওকত হোসেন সহ ছাত্রলীগ কর্মী উপস্থিত হয়ে আমতলী ইউনিয়নের চিত্রাপাড়া গ্রামের অসহায় দিন মজুর বদিউজ্জামান এর জমির ধান কেটে দেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *