কোটালীপাড়ায় ঐতিহাসিক ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


আজ ১৭ ই এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এপ্রিল রবিবার সকালে উপজেলা পরিষদ লাল শাপলা হলরুমে এ সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ এর সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, পৌর মেয়র হাজি মোঃ কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব শেখ লুৎফর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, এলজিইডির প্রকৌশলী এম জাহাঙ্গীর আলম,সমাজ সেবা অফিসার রাকিবুল হাসান শুভ, পল্লি উন্নয়ন কর্মকর্তা আবু তাহের হেলাল, সমবায় কর্মকর্তা মোঃ জাকারিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুর রহমান, ফায়ার সার্ভিসের ইনচার্জ নজরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার মোঃ আব্দুল গফ্ফার,বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, তৈয়াবুর রহমান সরদার,জেলা পরিষদ সদস্য মাজহারুল আলম পান্না, নজরুল ইসলাম হাজরা মন্নু কোটালীপাড়া থানার সেকেন্ড অফিসার এসআই একে আজাদ, উপস্থিত ছিলেন।
আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান মুকুল এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন কৃষি অফিসার নিটুল রায়, ইউপি চেয়ারম্যান রাফেজা বেগম, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা মোদাচ্ছের হোসেন ঠাকুর, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া, চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার মানিক। এর আগে উপজেলা পরিষদ চত্তরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ, বীর মুক্তিযোদ্ধারা। অপর দিকে দিবসটি উপলক্ষে আলোচনা সভা করেছে আওয়ামীলীগ। উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এ সভার আয়োজন করেন আওয়ামীলীগ।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে পৌর মেয়র হাজি মোঃ কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, রুহুল আমীন খানঁ, কৃষি বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান বাদল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম রুনী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান শেখ, ধর্ম বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন হাওলাদার, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমন হোসেন বাচ্চু , সহ- প্রচার সম্পাদক শেখ মোঃ টুটুল,স্বেচ্ছাসেবকলীগ নেতা বাবলু হাজরা, সাবেক ছাত্রলীগ সভাপতি বাবুল হাজরা, যুবলীগ নেতা বুলবুল আহম্মেদ হাজরা এসময় সকল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক গণ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলীম আহম্মেদ ছোটন, সাধারণ সম্পাদক আলীউজ্জামান জামির, কলেজ ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার, কলেজ সংসদের মাইনুল ইসলাম রিমো,তরিকুল ইসলাম সরদারসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এর আগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ।